Full Webpage Design using HTML5 and CSS3 Bangla Tutorial Part - 1

আমাদের সকলেরই খুব ইচ্ছা যে নিজের একটা ওয়েবসাইট থাকবে এবং সেই ওয়েবসাইটটি যদি আমরা নিজেরাই বানাতে পারতাম!!! তাহলে তো আনন্দের সীমা আর থাকতো না। এই ইচ্ছার দরুণ আমরা বেশ কিছু টাকা খরচ করে অনেকেই ওয়েবসাইট ডিজাইন কোর্স করে থাকি। অথচ কোর্স শেষে দেখা যায় ৯৫% শিক্ষার্থী ৯৫% কাজই শিখতে পারেনা, একটা ওয়েবসাইট ডিজাইনতো অনেক পরের বিষয়। একটি কমপ্লিট ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমি কয়েকটি পর্বের মাধ্যমে ধারাবাহিক আকারে দেখাবো। এই ভিডিও টিউটোরিয়াল গুলো দেখলে আর কিছুটা সময় অনলাইন ঘাটাঘাটি করলে আমার মনে হয় যারা কখনো HTML/CSS এর নাম পর্যন্ত শোনেনি তারাও একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন সম্পর্কিত আমার ভিডিও টিউটোরিয়াল গুলোর প্রথম ভিডিওটি আজ সকলের উদ্যেশে আপলোড করলাম।

In this videos I tried to show how to create a complete website using HTML5 and CSS3 step by step. This is the fourth video of this course.






No comments:

Post a Comment