Apache2 Web Server Installation, Configure and Run in Ubuntu Linux (যেভাবে Linux Server এ Apache2 Web Server Install, Configure এবং Run করবেন)

Linux কে আমরা সবাই খুব ভয় পাই সিকিউরিটির কথা চিন্তা করলে Linux এর বিকল্প আসলে কিছু নাই Linux কে আসলে শুধু ইন্সটল করতে জানলেই হবে না এর মধ্যমে DNS Server, DHCP Derver, FTP Server, Samba File Server, Mail Server, Network Address Translation (NAT) এই গুলা ইন্সটল এবং কনফিগার করা জানতে হবে

Ubuntu Linux Server Apache2 Web Server কিভাবে Install, Configure & Run করতে হয় সেটা আজ আমি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি।


Commands:


1) sudo su
2) Machine এর Password দিতে হবে।
3) apt-get update
4) apt-get upgrade
5) sudo apt-get install apache2 [apache2 server install করতে হবে]
                Do you want to continue [y/n]? y
5)nano /etc/network/interfaces [নিজের ইচ্ছামতো একটি Static IP সেট করতে হবে]
                auto eth0
                iface eth0 inet static
                address 192.168.0.1
                netmask 255.255.255.0
                broadcast 192.168.0.255

6) Browser –open করে [localhost/127.0.0.1/192.168.0.1] এর যেকোনো একটা ব্যাবহার করে Default Page কে Run করা যাবে।
7) /etc/init.d/apache2 stop [Apache Server Stop হবে]
8) /etc/init.d/apache2 start [Apache Server Start হবে]
9) /etc/init.d/apache2 restart [Apache Server Restart নিবে]
10) Default Page কে Edit করতে হলে অথবা নতুন কোন Page add করে তাকে Run করতে চাইলে-
Root/albert-virtual-machine:/var/www/html#

এই Address Location এ যেয়ে কাজ করতে হবে।

No comments:

Post a Comment