How to use ZenCoding in notepad++ bangla tutorial

ZenCoding Plugin ব্যাবহার করে খুব দ্রুত আমরা HTML কোড করতে পারি। এই ZenCoding Plugin, Notepad++ এর মাধ্যমে ব্যাবহার করতে হয়।

Installation Process:

১) প্রথমে Notepad++ Download করে Install করতে হবে।
২) ZenCoding Download করে Unzip করতে হবে।
৩) ZenCoding Plugin এর ভিতরে থাকা ফাইল গুলি Copy করে C:\Program Files (x86)\Notepad++\plugins এই address – Paste করতে হবে।

এই ZenCoding Plugin ব্যাবহারের মাধ্যমে HTML কোড করা অনেক সহজ হয়ে গেছে।

ধরুন আপনি নিচের HTML কোডটুকু লিখবেন

<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title></title>
</head>
<body>   

</body>
</html>

তাহলে html:5 লিখে keyboard থেকে CTRL+E  প্রেস করলেই উপরের HTML কোডটুকু লেখা হয়ে যাবে। এই রকম আরও অনেক জটিল HTML/CSS কোড আমরা ZenCoding Plugin ব্যাবহারের মাধ্যমে খুব সহজে এবং দ্রুত করতে পারবো। এই ভিডিও টিউটোরিয়ালে আমি বিষয়টি সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশাকরি সকল শিক্ষার্থী কিছুটা হলেও উপকৃত হবে। 


2 comments:

  1. Latest versionএর notepad++এ zen coding install হয় না কেন?

    ReplyDelete
  2. In this is just a very simple short WordPress tutorial videos tutorial on how to wrap text around a video I've also got a video on this blog post how to read wrap text around an image or a picture very very simple to to wrap text around and imaging WordPress of I've made up a video not put that on this blog post as well that the blog post is actually about how to wrap text around a video so if you don't want to just put the video up the top here you want to put it to the size to the left of the right it's very good very easy but what you need to do is you need to add a bit of code so I've written that code and I've put it in pink here on my site on this on this actual blog post only
    To know more click here

    ReplyDelete