Double Your Memory Card Capacity | How To Increase The Size of Your Memory SD CARD(100% Effective)-এবার আপনার Pen Drive/Memory Card এর Space Double করে নিন

এবার আপনার Pen Drive/Memory Card এর Space Double করে নিনঃ
[১০০% গ্যারান্টি]
একটু চিন্তা করে দেখুনতো আমার ব্যাবহার করা পেনড্রাইভটির এবং ফোনের মেমোরি কার্ডটির স্পেস যদি এই মুহূর্তে ডাবল(দ্বিগুণ) করে ফেলতে পারেন তাহলে ব্যাপারটি কেমন হবে??? অবশ্যই আকাশের চাঁদ হাতে পাবার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে 2GB-4GB, 4GB-8GB, 8GB-16-GB অর্থাৎ যেকোনো স্পেসের পেনড্রাইভ/মেমোরি কার্ডকে ডাবল(দ্বিগুণ) স্পেস বরাদ্দ করা যায়।
পদ্ধতিঃ
১) প্রথমে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ডটিকে ল্যাপটপ/ডেক্সটপে প্রবেশ করান।
২) পেনড্রাইভ/মেমোরি কার্ডের লেভেলটি জেনে রাখুন [অর্থাৎ D/E/F/G….এর কোন Letterটি পেনড্রাইভ/মেমোরি কার্ডের জন্য বরাদ্দ হয়েছে।]
৩)এবার পেনড্রাইভ/মেমোরি কার্ডের স্পেসটি দেখে রাকুন।
৪) এবার online থেকে ZIP আকারে SDATA নামের এই Toolটি নামিয়ে নিন।
৫) SDATA Tool টির Download Link এই Videoটির Description এ পাবেন।
Videoটির Link: https://www.youtube.com/watch?v=Oo0FnAVXeIQ
৬) এটাকে Extract করে এর ভিতরে থাকা SDATA Tool.exe এর উপরে Mouse এর Right Button Click করে Run As Administrator আকারে Run করুন।
৭) এবার Choose your data to compress এখান থেকে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ডের লেভেলটি Select করে দিন।
৮) সামনে আসা Boxটির OK Button এ Click করুন।
৯) আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ড 2GB হলে Radio Button 4 GBytes, 4GB হলে Radio Button 8 GBytes, 8GB হলে Radio Button 16 GBytes Select করুন।
১০)এবার E-Compress now Button এ Click করুন।
১১) এখন কিছুটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভুলেও Applicationটি বন্ধ করবেন না অথবা পেনড্রাইভ/মেমোরি কার্ডটিকে ল্যাপটপ/ডেক্সটপ থেকে Disconnect করবেন না। তাহলে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ডটি নষ্ট হয়ে যেতে পারে।
১২) successful Message দেখালে OK Button এ Click করে বের হয়ে আসুন।
১৩) এখন This PC/ My computer Open করে পেনড্রাইভ/মেমোরি কার্ডের স্পেসের পরিস্থিতি দেখে আসুন। অবশ্যই পেনড্রাইভ/মেমোরি কার্ডটির স্পেস ডাবল (দ্বিগুণ) এ পরিণত হবে।
১৪) এতোক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment