Subnetting Made Easy in Bangla (Part-01) | IP address & Subnetting in Bangla |CCNA Bangla Subnetting


Advanced Networking যারা শিখছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ২ টি বিষয় হচ্ছে IP Addressing Subnetting। দক্ষ Network Engineer হতে হলে চোখের নিমিষেই Class Name / Subnet Mask / Network IP / Block Size / Total Usable IP/ Subnet IP / 1st Usable IP / Last Usable IP/ Broadcast IP এই গুলা বার করা জানতে হবে।
ধরুন কেউ যদি আমাদেরকে বলে এই মেশিনে আপনার ইচ্ছা মতো একটা IP assign করুন। আমরা হয়তো 192.168.0.1 অথবা 192.168.100.1 এই IP গুলকেই assign করবো। আসলে আমরা মেক্সিমাম সবাই IP বলতে 192.168.something.something কেই বুঝি। আমাদেরকে যদি বলা হয় 192.168.something.something এর বাইরে কোন IP সিলেক্ট করুন তাহলে সেট IP টি সিলেক্ট করতে আমাদের খুব কম করে হলেও কিছুটা সময় বেশি লাগবে। অথচ 192.168.something.something এই ধরনের IP আমরা মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো। এর কারণ একটাই, আসলে আমরা IP বলতে 192.168.100.1, 192.168.200.1, 192.168.0.1, 192.168.1.1 অথবা 192.168.5.1 এই গুলোকেই বুঝি। আমরা 192.168.something.something এটাকে মুখস্ত করে মাথায় ঢুকিয়ে রেখেছি। কেউ যদি আমাদেরকে বলে 10.10.10.10 অথবা 200.200.200.200 এই গুলো এক একটা IP তাহলে হয়তো আমরা একটু অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকবো; কিন্তু অবাক হবার কোন কারণ নাই, ঐ ২টা আসলেই IP. IP adressing এবং Subnetting এই দুইটি বিষয়ের উপর সামনে আমার বেশ কয়েকটি পর্ব আসবে। আমার মনে হয় ঐ ভিডিও টিউটোরিয়াল গুলো একটু ভালো ভাবে দেখলে IP adressing এবং Subnetting সম্পর্কে আর কোন ধরনের জটিলতা থাকবে না। অনেকেরই স্বপ্ন থাকে কিছুদিনের জন্য হলেও একটা ভালো ISP তে Network Engineer হিসাবে জব করবে। আর ISP এর ভাইভা বোর্ডে ৬৫% প্রশ্নই থাকে IP adressing এবং Subnetting এর উপরে। আমি আশা করছি এই সকল ভিডিও টিউটোরিয়াল একটু ভালোভাবে খেয়াল করলে ISP এর ভাইভা বোর্ডের IP adressing এবং Subnetting রিলেটেড সকল প্রশ্নের উত্তর সবাই খুব সহজে দিতে পারবে।

Double Your Memory Card Capacity | How To Increase The Size of Your Memory SD CARD(100% Effective)-এবার আপনার Pen Drive/Memory Card এর Space Double করে নিন

এবার আপনার Pen Drive/Memory Card এর Space Double করে নিনঃ
[১০০% গ্যারান্টি]
একটু চিন্তা করে দেখুনতো আমার ব্যাবহার করা পেনড্রাইভটির এবং ফোনের মেমোরি কার্ডটির স্পেস যদি এই মুহূর্তে ডাবল(দ্বিগুণ) করে ফেলতে পারেন তাহলে ব্যাপারটি কেমন হবে??? অবশ্যই আকাশের চাঁদ হাতে পাবার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে 2GB-4GB, 4GB-8GB, 8GB-16-GB অর্থাৎ যেকোনো স্পেসের পেনড্রাইভ/মেমোরি কার্ডকে ডাবল(দ্বিগুণ) স্পেস বরাদ্দ করা যায়।
পদ্ধতিঃ
১) প্রথমে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ডটিকে ল্যাপটপ/ডেক্সটপে প্রবেশ করান।
২) পেনড্রাইভ/মেমোরি কার্ডের লেভেলটি জেনে রাখুন [অর্থাৎ D/E/F/G….এর কোন Letterটি পেনড্রাইভ/মেমোরি কার্ডের জন্য বরাদ্দ হয়েছে।]
৩)এবার পেনড্রাইভ/মেমোরি কার্ডের স্পেসটি দেখে রাকুন।
৪) এবার online থেকে ZIP আকারে SDATA নামের এই Toolটি নামিয়ে নিন।
৫) SDATA Tool টির Download Link এই Videoটির Description এ পাবেন।
Videoটির Link: https://www.youtube.com/watch?v=Oo0FnAVXeIQ
৬) এটাকে Extract করে এর ভিতরে থাকা SDATA Tool.exe এর উপরে Mouse এর Right Button Click করে Run As Administrator আকারে Run করুন।
৭) এবার Choose your data to compress এখান থেকে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ডের লেভেলটি Select করে দিন।
৮) সামনে আসা Boxটির OK Button এ Click করুন।
৯) আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ড 2GB হলে Radio Button 4 GBytes, 4GB হলে Radio Button 8 GBytes, 8GB হলে Radio Button 16 GBytes Select করুন।
১০)এবার E-Compress now Button এ Click করুন।
১১) এখন কিছুটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভুলেও Applicationটি বন্ধ করবেন না অথবা পেনড্রাইভ/মেমোরি কার্ডটিকে ল্যাপটপ/ডেক্সটপ থেকে Disconnect করবেন না। তাহলে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ডটি নষ্ট হয়ে যেতে পারে।
১২) successful Message দেখালে OK Button এ Click করে বের হয়ে আসুন।
১৩) এখন This PC/ My computer Open করে পেনড্রাইভ/মেমোরি কার্ডের স্পেসের পরিস্থিতি দেখে আসুন। অবশ্যই পেনড্রাইভ/মেমোরি কার্ডটির স্পেস ডাবল (দ্বিগুণ) এ পরিণত হবে।
১৪) এতোক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Create Awesome Static/Home Page in WordPress using Visual Composer


এটি ওয়ার্ডপ্রেস ফ্রি থিম কাস্টমাইজেশন সিরিজের ১১তম ভিডিও।
এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছি----
(১) কিভাবে Visual Composer এর সাহায্যে একটি Static Home Page/Front Page তৈরি করবেন।
(২)কিভাবে একটি Free Theme এর Slider কে Restore করবেন।

যেভাবে Windows এর Password Reset করে Login করবেন


[বিঃদ্রঃ-Technical Knowledge গ্রহণ করা অবশ্যই ভালো; কিন্তু এই জ্ঞান কোন ধরনের অসৎ উদ্দেশে ব্যাবহার করা একেবারেই অনুচিত। আশাকরি কথাটা সকলেই মনে রাখবেন ।]
আমাদের সকলেরই একটা ধারণা ছিল Windows এর Password কোনভাবে ভুলে গেলে নতুন করে Windows দেওয়া ছাড়া আর কোন উপায় নাই। আর এই Windows দেবার ফলে C Drive এই সকল ডেটা অর্থাৎ Desktop, My Document, Download এর সকল ডেটা মিসিং হয়ে যায়। সুতরাং কোনভাবে যদি নতুন করে Windows না দিয়ে Windows এর Password Reset করে Login করা যেত তাহলে বোধ হয় সকলেরই অনেক বেশি উপকার হতো।
এবার একটু অন্য ভাবে যদি বলি। ধরুন কোন অফিসের কোন গুরুত্বপূর্ণ পজিশনের কোন অফিসার তার দায়িত্ব বুঝিয়ে না দিয়েই চলে গেলো। তার অফিসিয়াল কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ ডেটা আছে এবং সেই কম্পিউটারে Password দেওয়া। Hard Drive খুলে অন্য কোন কম্পিউটারে Slave আকারে লাগিয়েও ডেটা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। সুতরাং কোনভাবে যদি নতুন করে Windows না দিয়ে Windows এর Password Reset করে Login করা যেত তাহলে বোধ হয় অফিস পরিচালনা পরিষদের অনেক বেশি উপকার হতো।
এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে উপরোক্ত সমস্যার একশত ভাগ সমাধান করা সম্ভব।
সকলের কাছে আমার একটা অনুরোধ কোন ধরনের অসৎ উদ্দেশে এই পদ্ধতিটি ব্যাবহার করবেন না।
প্রক্রিয়াঃ
1) Insert bootable Windows Disk/Pen drive into your Laptop/Desktop
and force it to restart
2) Enter into boot manager and select DVD-RW/USB Device and press Enter
3) Press Enter
4) Click on the Next Button
5) Click on Repair Your Computer
6) Click on Troubleshoot
7) Click on Advanced options
8) Click on Command Prompt
9) Type: "C:" and Press Enter
10) Type: "cd windows" and Press Enter
11) Type: "cd system32" and Press Enter
12) Type: "move utilman.exe utilman.exe.bak" and Press Enter
13) Type: "All" and Press Enter [if it is appears]
14) Type: "copy cmd.exe utilman.exe" and Press Enter
15) Type: "wpeutil reboot" and Press Enter
16) Type: "net user" and Press Enter
17) Type: net user "Albert Mondal" * and Press Enter
[***In the place "Albert Mondal" you will type your Computer's User Name***]
18) Type: "A New Password" and Press Enter
19) Retype: "The New Password" and Press Enter
20) Type: "exit" and Press Enter
21) Now Restart your Laptop/Desktop
22) Now Enter your New Password and try to Login

Wordpress Theme Customization Bangla Tutorial (Part -10)|Facebook Page Like Box|Static Front page [ওয়ার্ডপ্রেস ফ্রি থিম কাস্টমাইজ করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবেন যেভাবে]

এটি ওয়ার্ডপ্রেস ফ্রি থিম কাস্টমাইজেশন সিরিজের ১০ম ভিডিও।

এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছি----
(১) কিভাবে Footer Widget Area তে Facebook Likebox add করবেন।
(২)কিভাবে Footer Widget Area তে একটি Video কে add করবেন।
(৩)কিভাবে একটি Static Page কে Home Page হিসাবে সেট করবেন।

IPv6 Addressing System


আমরা জানি IPv4 একটি ৩২ বিট নির্ভর Addressing System. IPv4 Address লিমিট- ৪,২৯৪,৯৬৭,২৯৬। এমন একদিন আসবে যখন এই বিশ্বের প্রতিটি ব্যক্তি কমপক্ষে ৪-৫ টি ডিভাইস ব্যাবহার করবে। আর প্রতিটি ডিভাইসের জন্য ইউনিক Address প্রয়োজন হবে। এই বিশাল পরিমাণ ইউনিক Address এর যোগান দেওয়া IPv4 Addressing System এর পক্ষে সম্ভব না। আর এই জন্যই তৈরি হয়েছে IPv6 Addressing System. IPv6 একটি ১২৮ বিট নির্ভর Addressing System. IPv6 Address লিমিট- ৩৪০,২৮২,৩৬৬,৯২০,৯৩৮,৪৬৩,৪৬৩,৩৭৪,৬০৭,৪৩১,৭৬৮,২১১,৪৫৬। তাহলে চিন্তা করুন এই বিশ্বের প্রতিটি ব্যক্তির কাছে যদি কয়েক লক্ষ ডিভাইস থাকে এবং প্রতিটি ডিভাইসে যদি একটি করে ইউনিক Address ব্যাবহার করা হয় তাহলেও IPv6 Addressing System এর সবগুলি Address ব্যাবহার করে শেষ করা যাবে না। IPv6 Address এর একটি উদাহরণ হলোঃ “2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334”।
এই Address কে সিমপ্লিফাই করে কিছুটা ছোট করা সম্ভব। IPv6 Address ব্যাবহার করতে হলে Internet Service Provider, Modem/Router, Website Hosting Server গুলোকেও একসাথে IPv6 Address ব্যাবহার করতে হবে। সুতরাং এখনও আমাদেরকে IPv4 Address ব্যাবহার করতে হচ্ছে। সারা বিশ্বে বর্তমানে ১% এরও কম IPv6 Address ব্যাবহার হয়ে থাকে।
আজ আমি এই ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে IPv6 Address ব্যাবহার করে ২টি Laptop/Desktop এর মধ্যে File/Folder Share করা যায়।

Wordpress Theme Customization Bangla Tutorial (Part -9) -List Category Post/Download Manager Plugin [ওয়ার্ডপ্রেস ফ্রি থিম কাস্টমাইজ করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবেন যেভাবে]

এটি ওয়ার্ডপ্রেস ফ্রি থিম কাস্টমাইজেশন সিরিজের ৯ম ভিডিও।
এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছি----
(১) কিভাবে Sidebar Widget Area তে List Category Post Plugin ব্যাবহার করবেন।
(২) কিভাবে Sidebar Widget Area তে Download Manager Plugin ব্যাবহার করবেন।