How to Make Pen Drive Password Protected

In this video tutorial I tried to describe the process of USB password protection by using free password protection software of Windows Operating System called BitLocker .


আমরা প্রায় সকলেই পেন ড্রাইভ ব্যাবহার করি। অনেক সময় কিছু মূল্যবান ফাইল পেন ড্রাইভের ভিতরে রেখে দেই। এই পেন ড্রাইভের ডাটা কারও হাতে পড়লে আমাদের আবার অনেক বিপদের কারণ হতে পারে। যদি কোনভাবে আমাদের পেন ড্রাইভে একটা পাসওয়ার্ড দেওয়া যায় তাহলে শতকরা ১০০ ভাগ আমরা শঙ্কামুক্ত থাকতে পারি। আমাদের পেন ড্রাইভটি কোনভাবে চুরি হয়ে গেলেও এর ভিতরে থাকা ডাটা যে কারও হাতে পড়বেনা সে ব্যাপারে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। আসলে পেন ড্রাইভে নিজের ইচ্ছামতো পাসওয়ার্ড দেওয়া সম্ভব। আর এই পদ্ধতিটা জানার জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার হবার দরকার নেই। আমার এই ভিডিওটি দেখলে যে কেউ এই মুহূর্তে তার পেন ড্রাইভে একটি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবে।


No comments:

Post a Comment