How to send Encrypted Emails in Gmail

বর্তমান যুগে ইমেইল ব্যাবহার করেনা এমন লোক পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে উঠবে। একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন কোন এক কোম্পানীর আইটি বিভাগে ৫ জন সদস্য আছে। it@example.com ঐ আইটি বিভাগের একটি কমন ইমেইল আইডি যেটি কিনা ঐ ৫ জন সদস্যই ব্যাবহার করে। কোন এক বিশেষ প্রয়োজনে ঐ কোম্পানীর এমডি আইটি বিভাগের ম্যানেজারকে একটি ইমেইল পাঠাতে চাইলেন; কিন্তু তিনি চাচ্ছিলেন ইমেইলটা আইটি ম্যানেজার ছাড়া ঐ বিভাগের আর অন্য কোন সদস্যের হাতে পড়লেও তারা যেন সেটাকে পড়তে না পারে। তখন তিনি ইমেইলটিকে Encrypt করে পাঠালেন আর ম্যানেজারকে একটি key পাঠালেন মোবাইলের এসএমএস এর মাধ্যমে যেন ম্যানেজার ঐ key এর মাধ্যমে ইমেইলটিকে Decrypt করে পড়তে পারে। আজ এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখবো কিভাবে একটি ইমেইলকে Encrypt এবং Decrypt করতে হয়।



No comments:

Post a Comment