How To Set Your Photo As Your Pen Drive Icon

একই মডেলের পেন ড্রাইভ অনেকেই ব্যাবহার করতে পারে। অনেক সময় এমন হয় যে, কার পেন ড্রাইভ কোনটা সেটা খুজে বার করতে বেশ ঝামেলায় পড়তে হয়। প্রত্যেকের পেন ড্রাইভের আইকন হিসাবে যদি নিজেদের ছবি সেট করে রাখা যায় তাহলে খুব সহজেই এই সমস্যার সমাধান হয়ে যায়। কারণ পেন ড্রাইভ ল্যাপটপে ইনসার্ট করা মাত্রই পেন ড্রাইভের আইকনে নিজের ছবি চলে আসবে। আজ এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখবো কিভাবে নিজের ছবিকে পেন ড্রাইভের আইকন হিসাবে সেট করা যায়।


No comments:

Post a Comment